সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা, ২১ সেপ্টেম্বর
সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা, ২১ সেপ্টেম্বর

প্রতিটি জায়গায় ফ্যাসিজমের দোসররা,এক রাতে সবকিছু পরিবর্তন সম্ভব নয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমাজের প্রতিটা জায়গায় ফ্যাসিজমের দোসররা আছে। সেখানে এক রাতে সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়।

আজ শনিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের (সিজিএস) উদ্যোগে আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: তাঁদের স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে আমরা কি চিন্তাচেতনায় যথেষ্ট মুক্ত স্বাধীন? এই জায়গাটা বড় চিন্তার। সংস্কার করা নিয়মে ও কাগজে সম্ভব। এখনো যে আইনকানুন বাংলাদেশে আছে, সেগুলো যদি জনস্বার্থে মানা হতো, প্রয়োগ হতো, তাহলে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হতো না।’

‘কোনো সরকার একা একা ফ্যাসিস্ট হয় না’ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, তারা (সরকার) বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, গণমাধ্যম ও বুদ্ধিজীবীদেরও সঙ্গে নেয়। তিনি বলেন, ‘আমাদের সবার স্বপ্ন একই। সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে দেড় মাস যথেষ্ট, না দেড় বছর যথেষ্ট, নাকি দেড় যুগ যথেষ্ট; তা নির্ভর করবে মানুষ তার স্বপ্ন কতটা সূক্ষ্মভাবে বাস্তবায়ন করতে চায়।’

অনেক দিন দলীয় শাসন, অপশাসন ও ফ্যাসিজমের মধ্যে থেকে কিছু বিষয় সমাজের নীতি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সেখান থেকে বের হয়ে আসতে হবে। একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে হবে। তা এক বছর, দুবছর বা ছয় মাসের বিষয় নয়। কিন্তু যাত্রা যেন দৃঢ়ভাবে শুরু হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘এখন যেহেতু কথা বলতে পারছি। যত সমালোচনা করা দরকার, হোক। কিন্তু গঠনমূলক যেন হয়।’