আন্দামান সাগরে থাইল্যান্ডের ক্রাবি দ্বীপে ‘ওশেনম্যান এশীয় চ্যাম্পিয়নশিপ’ সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সাঁতারু আবদুল্লাহ আল ইমরান ও মো. ইসতিয়াক উদ্দিন সফল হয়েছেন। আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হয় দূরপাল্লার এ সাঁতার প্রতিযোগিতা। ৪ ঘণ্টা ১৯ মিনিট সময় নিয়ে আবদুল্লাহ আল ইমরান ১০ কিলোমিটার দূরত্বের ওশেনম্যান চ্যালেঞ্জ সম্পন্ন করেন। তাঁর অবস্থান ৩৪তম। নিজের বয়স গ্রুপে (৪০-৫০ বছর) তিনি ১৩তম স্থান অর্জন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইসতিয়াক উদ্দিন ওশেনম্যান এশীয় চ্যাম্পিয়নশিপে সাঁতার সম্পন্ন করতে সময় নিয়েছেন ৪ ঘণ্টা ৫১ মিনিট। তাঁর অবস্থান ৪৮তম। নিজের বয়স গ্রুপে (২০-৩০ বছর) ইসতিয়াকের স্থান পঞ্চম। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী বছর থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠেয় ওশেনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই দুজনের অংশ নেওয়ার সম্ভাবনাই বেশি।
আজ রাতে ক্রাবিতে সমাপনী অনুষ্ঠানে সাঁতারুদের ফলাফল ঘোষণা করা হয়। হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে ইমরান বলেন, ‘আমি খুবই আনন্দিত। এই সাঁতার একটু কঠিনই। এই সাফল্য আমি আমার ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪০তম ব্যাচের বন্ধুদের উৎসর্গ করছি।’
প্রথম পাঁচ কিলোমিটার সাঁতরাতে বেশ কষ্ট হয়েছে বলে জানালেন মো. ইসতিয়াক উদ্দিন। তিনি বলেন, ‘বয়স গ্রুপে যেহেতু পঞ্চম স্থানে রয়েছি, তাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারব। আনুষ্ঠানিক চিঠি পেলে বিষয়টি নিশ্চিত হবে।’
ওশেনম্যান এশীয় চ্যাম্পিয়নশিপে ১০ কিলোমিটার দূরত্বের সাঁতারে অংশ নেন ৮০ জন পুরুষ সাঁতারু ও ২৫ জন নারী সাঁতারু। পুরুষদের মধ্যে ২ ঘণ্টা ৪০ মিনিট সময় নিয়ে শীর্ষস্থানে রয়েছেন ফিলিপাইনের জশুয়া ডেল রিও। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ফিলিপাইনের রন ভিলামর (২ ঘণ্টা ৪৩ মিনিট) এবং মালয়েশিয়ার ইয়াও কে স্যামুয়েল (২ ঘণ্টা ৫৩ মিনিট)।
নারী সাঁতারুদের মধ্যে শীর্ষ তিনে আছেন সংযুক্ত আর আমিরাতের জিউলিয়া ফিলোকা (২ ঘণ্টা ৫৩ মিনিট), মালয়েশিয়ার অ্যাশলে ওয়ের্ন উয়ি সো (২ ঘণ্টা ৫৪ মিনিট ৭ সেকেন্ড) ও ফিলিপাইনের হানা স্যানচেজ (২ ঘণ্টা ৫৪ মিনিট ৪৪ সেকেন্ড)।
বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান ও মো. ইসতিয়াক উদ্দিন ট্রায়াথলন (সাঁতার, দৌড় ও সাইক্লিংয়ের সমন্বিত খেলা) ক্রীড়াবিদ। ২০১৮ সালে ইমরান মালয়েশিয়ায় পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেন। ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় অর্ধদূরত্বের ‘আয়রনম্যান ৭০.৩ বিনতান’ চ্যালেঞ্জ সম্পন্ন করেন। মুক্ত পানির দূরপাল্লার সাঁতারেও তাঁর সফলতা রয়েছে। ২০১৮ সালে বঙ্গোপসাগরে ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেন ইমরান। পেশায় কম্পিউটার প্রকৌশলী আবদুল্লাহ আল ইমরান ওয়ান ব্যাংক লিমিটেডের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন।
মো. ইসতিয়াক উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। গত ৫ নভেম্বর মালয়েশিয়ার লাংকাওয়িতে অনুষ্ঠিত অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন ইসতিয়াক। ২০২১ সালে তিনি ৫ ঘণ্টা ৪ মিনিট সময় নিয়ে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০১৮ ও ২০২০ সালে হল চ্যাম্পিয়ন তিনি। এসবের বাইরে বেশ কিছু সাঁতার প্রতিযোগিতায় সাফল্য আছে ইসতিয়াকের।