ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের প্রায় এক কোটি মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে। এই উপকারভোগী পরিবার কীভাবে নির্বাচন করা হয়েছে, তা জানতে চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। এ–সংক্রান্ত একটি হালনাগাদ তালিকা সংগ্রহ করে তা কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রতিষ্ঠান কমিটির আজকের বৈঠকে টিসিবি নিয়ে আলোচনা হয়। সরকারি এ সংস্থা তাদের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন তুলে ধরে। তাতে বলা হয়, ২০২২ সালের মার্চ থেকে প্রতি মাসে সারা দেশের নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি হচ্ছে। গত ২৮ মার্চ পর্যন্ত ২ কোটি লিটার ভোজ্যতেল, ২০ হাজার টন মসুর ডাল, ১০ হাজার টন চিনি বিক্রয় করা হয়। পবিত্র রমজানে ছোলা ও খেজুরও ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।
সূত্র আরও জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে উপকারভোগীদের তালিকা পরিসংখ্যান অধিদপ্তরের তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে বলা হয়। তালিকা করার সময় নিম্ন আয়ের মানুষ যাতে ভর্তুকি মূল্যের দ্রব্যসামগ্রী কিনতে পারে, সেটি নিশ্চিত করা এবং টিসিবির স্মার্ট কার্ড চালু করতে বলা হয়।
কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আশরাফ আলী খান, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান ও নাজমা আক্তার বৈঠকে অংশ নেন।