জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম আতাউল করিমকে আহ্বায়ক ও সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হককে সদস্যসচিব করে সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়।
আজ রোববার শামসুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত, বৈষম্যমূলক পদায়নসহ বিভিন্নভাবে অবহেলিত কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্য নিরসন এবং কর্মপরিবেশ সুষ্ঠু-স্বাভাবিক রাখতে এই কমিটি কাজ করবে।