বান্ধবীকে বাসায় দিয়ে ফেরার পথে খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার চানখাঁরপুলে মো. পলিন (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ হত্যার ঘটনা ঘটে। বান্ধবীকে বাসায় রেখে ফেরার পথে পলিন খুন হন বলে তাঁর এক বন্ধু জানিয়েছেন।

নিহত পলিন নিমতলী এলাকায় থাকতেন। তিনি বিভিন্ন দোকানে ফিল্টারিং করা পানি বিক্রি করতেন। পলিনের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোহাগপুরে। তাঁর বাবার নাম বুলবুল আহমেদ।

পলিনকে হাসপাতালে নিয়ে আসা যুবক মো. ইয়াসিন প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১২টার দিকে চানখাঁরপুল এলাকায় আবদুল্লাহ নামে এক যুবক তাঁর আরকে সহযোগীকে নিয়ে অতর্কিতে পলিনের ওপর হামলা চালান। আবদুল্লাহ পলিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সহযোগীকে নিয়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় পলিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পলিনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।

খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন পলিনের বন্ধু সাব্বির আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, পলিন তাঁর বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হন। বান্ধবীকে কামরাঙ্গীরচর বাসায় নামিয়ে দিয়ে নিজের নিমতলীর বাসায় ফেরার পথে আবদুল্লাহ তাঁর আরেক সহযোগীকে নিয়ে পলিনকে খুন করেন।

অবশ্য এ হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক অভিযুক্ত যুবক আবদুল্লাহ ও থানা-পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর দনিয়া কলেজের সামনে দুই পক্ষের সংঘর্ষের সময় তাজুল ইসলাম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হন। আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।