ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে উত্তরার একটি হাসপাতাল থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে আজ সোমবার অভিযোগ করছে পরিবার। তবে পুলিশ বলছে, আজিজুর রহমানকে তারা আটক বা গ্রেপ্তার করেনি।
পরিবারের দাবি, গত বৃহস্পতিবার তেজগাঁও থানার একটি দল তাকে তেজগাঁও থানায় নিয়ে আসে।
আজিজুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম সোমবার প্রথম আলোকে বলেন, নয়াপল্টনে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একরাম নামের একজন গুলিবিদ্ধ হন। তাঁকে দেখতে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে যান তাঁর স্বামী। সেখান থেকে তেজগাঁও থানার একটি দল তাঁকে তুলে নিয়ে আসে। তিনি আরও বলেন, তেজগাঁও থানায় আনার পর স্বামীর সঙ্গে একবার দেখাও করতে দিয়েছিল পুলিশ। পরে আর দেখা করতে দেওয়া হয়নি। চার দিন হয়ে গেছে তাঁকে গ্রেপ্তারও দেখানো হচ্ছে না।
কেন তাঁকে পুলিশ ধরেছে, জানতে চাইলে সুরাইয়া বেগম বলেন, বিএনপির রাজনীতি করার কারণে পুলিশ তাঁকে আটক করেছে। তিনি তাঁর স্বামীকে সুস্থ অবস্থায় ফিরে চান।
অবশ্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান আজ প্রথম আলোকে বলেন, ‘আজিজুর রহমান নামের কাউকে আমরা আটক করিনি। থানায় এসে তাঁর সঙ্গে স্ত্রী দেখা করার যে কথা বলছেন, সেটাও সঠিক নয়।’