ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিপুল মজুত পেয়েছে র‍্যাব
ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিপুল মজুত পেয়েছে র‍্যাব

ডেমরার চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিপুল মজুত জব্দ

রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুত পেয়েছে র‍্যাব। আজ বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। র‍্যাব এসব মজুত জব্দ ও ব্যবসায়ীদের জরিমানা করেছে।

র‍্যাব-৩–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য অসাধু ব্যবসায়ীরা চাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করেছিলেন। এই অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, আজ রাতে র‍্যাব-৩–এর বিভিন্ন দল ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজউদ্দিন রোড, ডগাইর বাঁশের পুল পাড়া ও সাধুর মাঠ এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত র‍্যাবের অভিযান চলছিল। রাতভর এই অভিযান চলবে বলে জানিয়েছেন র‍্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা।