রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট ৫টি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল সোয়া ছয়টা পর্যন্ত এই আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটে।
আজ সকাল ৬টা থেকে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ২৪ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত। এই অবরোধ শুরুর আগে পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটল। অবরোধের সময় শেষ হওয়ার পরই সারা দেশে বিএনপিসহ বিরোধীদের ডাকা ২৪ ঘণ্টার হরতাল শুরু হবে।
ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা পৌনে দুইটার দিকে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে আগুন দেওয়া হয় একটি ট্রাকে।
গতকাল রাত ৯টার দিকে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে রোকেয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়।
গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় আগুন দেওয়া হয় একটি ট্রাকে।
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে আগুন দেওয়া হয় তুরাগ পরিবহন নামের একটি বাসে।
আজ সকাল সোয়া ছয়টার দিকে গাজীপুরের সালনায় মিনহাজ পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়।