চট্টগ্রামে ১০ দিন আগে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু আয়াত অপহরণ ও হত্যার শিকার হয়েছে। অপহরণকারী এক তরুণ তাকে হত্যার পর লাশ কেটে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, গতকাল বৃহস্পতিবার আবির মিয়া (১৯) নামের এক তরুণকে আটকের পর এ তথ্য জানতে পেরেছে তারা। আবিরের পরিবার শিশু আয়াতের বাসায় ভাড়া থাকে।
১৫ নভেম্বর নগরের ইপিজেড থানার বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার সোহেল রানার মেয়ে আয়াত বাসার পাশে একটি মক্তবে বিকেলে পড়তে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটি মক্তবে যায়নি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা প্রথম আলোকে বলেন, আটক আবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ছয়–সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিলেন। কিন্তু তার মুঠোফোনের সিম কাজ না করায় মুক্তিপণের জন্য শিশুটির পরিবারকে কল দিতে পারেননি। নিজে ধরা পড়ে যাবেন, এই ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরা করেন। পরে তা সাগরে ভাসিয়ে দেন।
আবির আরও বলেন, সত্যিকারের অপরাধের ঘটনা নিয়ে তৈরি টিভি ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে তিনি এমন পরিকল্পনা করেছিলেন।
নাইমা সুলতানা আরও বলেন, আবির যে দোকান থেকে দা–ছুরি কিনেছিলেন, সেই দোকানদার তাঁকে শনাক্ত করেন। এ ছাড়া সিসিটিভির ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। মো. হাসিব নামের আবিরকে সহায়তাকারী এক দোকানদারকে আটক করা হয়েছে।
আবিরের বাবা ভ্যানচালক এবং তাঁর মা পোশাক কারখানার শ্রমিক। আবির বেকার। শিশু আয়াতকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাঁর। পিবিআই পরিদর্শক ইলিয়াস খান বলেন, আবিরকে নিয়ে অভিযান চলছে।
শিশুটির বাবা সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘মেয়ে হত্যাকারীর বিচার চাই। আর কোনো বাবাকে যেন এভাবে বুকের ধন হারাতে না হয়।’