প্রবাসীর ২২ লাখ টাকার জিনিস বাড়িতে পৌঁছে না দিয়ে র‌্যাব পরিচয়ে হুমকি

গ্রেপ্তার মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

পাঁচ মাস আগের ঘটনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিজানুর রহমান নামের এক বাংলাদেশির সঙ্গে পরিচয় হয় চট্টগ্রাম নগরের বাকলিয়ার এক ব্যক্তির। মিজানুরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। পরিচয়সূত্রে বাকলিয়ার ওই ব্যক্তি তাঁকে সাড়ে ২২ লাখ টাকার জিনিস দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু মিজানুর সেগুলো পৌঁছে দেননি।

এদিকে এ ঘটনার পর মিজানুরের সঙ্গে দেখা করতে ভুক্তভোগী ব্যক্তি দেশে আসেন। দেশে ফিরে মিজানুরের কাছে তিনি পাঠানো জিনিসপত্র ফেরত চান। এ সময় মিজানুর নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে তাঁকে হুমকি দেন। পরে ভুক্তভোগী ব্যক্তি র‌্যাবের কাছে অভিযোগ করেন। শনিবার র‌্যাব চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে মিজানুরকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব বলেছে, র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মিজানুরকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেছেন, ভুক্তভোগী ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকার জিনিসপত্র নেন মিজানুর। পরে জিনিসপত্র ফেরত চাইলে তিনি নিজেকে র‍্যাবের একজন সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীকে হুমকি দেন। নিজের ভুয়া পরিচয়পত্র ও খেলনা পিস্তল দেখান ভুক্তভোগীকে। বিষয়টি জেনে র‍্যাব অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে।

র‌্যাব বলেছে, মিজানুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহারের মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেছেন। এভাবে মিজানুর আরও অনেকের টাকা, সোনার গয়না, মুঠোফোন ও ল্যাপটপ হাতিয়ে নিয়েছেন।

গ্রেপ্তার মিজানুরকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার।