আহত বড় ভাই মো. বাবুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
আহত বড় ভাই মো. বাবুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

খিলগাঁওয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

রাজধানীর খিলগাঁও এলাকায় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভাই আবদুস সালামকে থানায় সোপর্দ করেছেন পরিবারের সদস্যরা। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুমি আক্তার। তিনি ভাইদের সঙ্গে খিলগাঁওয়ে পৈতৃক বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

স্বজনেরা জানিয়েছেন, এ ঘটনায় বোনকে বাঁচাতে গিয়ে বড় ভাই মো. বাবুল আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাবুল প্রথম আলোকে বলেন, তাঁদের ছোট ভাই আবদুস সালাম মাদকাসক্ত। তিনি ঠিকমতো কাজকর্ম করেন না। স্ত্রীকে মারধর করেন। বিকেলে এ নিয়ে তাঁকে বকা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে কাঁচি নিয়ে তাঁর (বাবুল) পিঠে ও ঘাড়ে আঘাত করেন। এ সময় ছোট বোন রুমি তাঁকে (বাবুল) রক্ষা করতে গেলে তাঁকেও কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন সালাম।

গুরুতর আহত অবস্থায় রুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক হোসেন।

রাতে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পৈতৃক জমিজমা নিয়ে বিরোধের জেরে সালাম তাঁর ভাই ও বোনের ওপর হামলা করেছেন। সালামকে থানায় আটক রাখা হয়েছে।