রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বয়স ২২ থেকে ২৩ বছর।
পুলিশ জানায়, সকালে মধুবাগ সেতুর উত্তর পাশের ঢালসংলগ্ন হাতিরঝিলের পশ্চিম প্রান্তে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত তরুণের পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল শার্ট ও প্যান্ট।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সিআইডির ক্রাইম সিন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে আলামত সংগ্রহ করার পর ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।