গুলি
গুলি

মোহাম্মদপুরে মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে একটি মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই ভাই হলেন আবুল হোসেন ও মাহবুব হোসেন। তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আবুল হোসেন মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তাঁর সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব হয়। এর জের ধরে তাঁর কার্যালয়ে শুরুতে বাগ্‌বিতণ্ডা হয় এবং পরে গুলির ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, আবুল হোসেন ও তাঁর ভাইকে গুলি করে অপরাধীরা পালিয়ে গেছে। তাদের পরিচয় নিশ্চিতে আহত ব্যক্তিদের সহায়তা নেওয়া হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।