খিলক্ষেতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এএসআই মফিজুল ইসলাম
 ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তাঁর নাম মফিজুল ইসলাম (৪০)। সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানার এএসআই মফিজুল ইসলামের ডিউটি ছিল তিন শ ফুট চেকপোস্টে। ডিউটি শেষে থানায় আসছিল সে। পথে কুড়াতলী এলাকায় অজ্ঞাতনামা চার–পাঁচ দুর্বৃত্ত তাঁর পেট ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় মফিজুলকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।