বান্ধবীরা বাইরে ঘুরে বেড়ায়। কিন্তু আকলিমা রিয়ার মা–বাবা বন্ধুদের সঙ্গে বাইরে ঘোরার অনুমতি দেন না। এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে গত শুক্রবার রাজধানীর ভাটারার বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় আকলিমা। পরে শনিবার রাতে হাতিরঝিলসংলগ্ন পুলিশ প্লাজার পেছনের সেতু থেকে পানিতে লাফিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ওই কিশোরী। সে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পুলিশ জানায়, শনিবার রাতে পুলিশ প্লাজার পেছনে এক হাওয়াই মিঠাই বিক্রেতার ফোন থেকে মায়ের সঙ্গে কথা বলে আকলিমা। কথা বলার সময় চিৎকার করে সে।
পরে কিশোরীর মা ওই বিক্রেতার নম্বরে ফোন করে মেয়েকে ধরে রাখতে বলে বাড়ি থেকে হাতিরঝিলের উদ্দেশে রওনা হন। এ সময় আকলিমা সেতুর ওপর থেকে পানিতে ঝাঁপ দেয়। তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রেতাও পানিতে ঝাঁপ দেন। কিন্তু আকলিমাকে উদ্ধার করা যায়নি। পরে খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসের ডুবুরিদের মাধ্যমে আকলিমার লাশ উদ্ধার করে।
আকলিমার মায়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে প্রতিদিন বাইরে ঘুরতে যেতে বায়না ধরত আকলিমা। কিন্তু তাতে রাজি ছিলেন না তার মা–বাবা। এসব নিয়ে মা–মেয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। আকলিমার বাবা আহম্মেদ আলী একজন পোশাককর্মী। মা শিউলি আক্তার গৃহিণী।