লাশ
লাশ

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি ও রেডিওর মাধ্যমে দুজনকে হত্যা করার কথা জানান। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় পুলিশ এবং পুলিশের স্পেশাল উয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দল ওই এলাকা ঘেরাও করে রাস্তা বন্ধ করে দিয়েছে।

বাফেলোর কমিউনিটি অ্যাকটিভিস্ট হাবিব রহমান বলেন, নিহত দুজন তাঁদের প্রতিবেশী। তাঁদের একজনের নাম বাবুল উদ্দিন। তাঁর বাড়ি কুমিল্লায়। আরেকজন সিলেটের ইউসুফ মিয়া। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তাঁর সঙ্গে ইউসুফ মিয়া ছিলেন।

প্রতিবেশী হাবিব রহমান আরও বলেন, বাবুল উদ্দিন ৮ মাস আগে ভার্জিনিয়া থেকে বাফেলোতে আসেন। ইউসুফ মিয়া চার মাস আগে সিলেট থেকে আসেন। তাঁদের নিহত হওয়ার খবরে বাংলাদেশিরা তাদের বাড়িতে জড়ো হতে থাকে। বাঙালি সমাজে শোক ছড়িয়ে পড়ে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হাবিব রহমান আরও  বলেন, ‘বাবুল ভাইয়ের সাত সন্তান। ইউসুফ ভাইয়ের দুই সন্তান। স্ত্রী অন্তঃসত্ত্বা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।’

ময়নাতদন্তের পর আগামী সোমবার  দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ।