রূপগঞ্জের ভুলতা থেকে গ্রেপ্তার মোশাররফ হোসেন
রূপগঞ্জের ভুলতা থেকে গ্রেপ্তার মোশাররফ হোসেন

র‍্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার এক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মোশাররফ হোসেন নামের একজন গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রূপগঞ্জের ভুলতা থেকে র‍্যাব–৩–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ সেপ্টেম্বর ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র‍্যাব। তখন আসামি মোশাররফসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী দলবদ্ধ হয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২৭ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে মামলা হয়। সেই মামলার আসামি মোশাররফ।

মোশাররফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মুঠোফোন সেট ও ৮ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্য বলছে, মোশাররফের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা রয়েছে। এ ছাড়া আসামি ছিনতাই এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা রয়েছে।