দিনাজপুরের বিরলে ওয়াহেদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে উপজেলার ধামইড় ইউনিয়নের দাড়ইল মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ওয়াহেদ আলী একই ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ভিক্ষুক বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল্লাহ আল মামুন।
স্থানীয় লোকজন ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াহেদ আলীকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় কালীতলা বাজারে বসে থাকতে দেখেছেন অনেকে। পরে বেলা দেড়টার দিকে বাজার থেকে আধা কিলোমিটার দূরের একটি কলাবাগানে ওয়াহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাগানমালিক আবু সিদ্দিক (৩৫)। তৎক্ষণাৎ তিনি ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন ওয়াহেদ আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা দেন। তবে পথেই ওয়াহেদ আলীর মৃত্যু হয়।
আবু সিদ্দিক বলেন, তিনি বাগানে সার দিতে গিয়ে দেখেন, ওয়াহেদ আলী কথা বলতে পারছিলেন না। শুধু গোঙাচ্ছিলেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না।