নিজেদের মধ্যে হাতাহাতির ছলে ১০ লাখ টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা রিয়াজ উদ্দিন বাজার। সেখানকার এক মুঠোফোন ব্যবসায়ীর দুজন কর্মচারী টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন। কিছু দূর এগোতেই তাঁদের ঘিরে ছয় থেকে সাতজন যুবক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কৌশলে কর্মচারীদের কাছে থাকা ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন ওই যুবকেরা।

আশপাশে লোকজন থাকলেও কেউ বুঝতেই পারেননি যে অভিনব কৌশলে টাকা ছিনতাই হচ্ছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া নামের দুই কর্মচারী আহত হয়েছেন।

মুঠোফোন ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ ইয়াছিন। তাঁর প্রতিষ্ঠানের নাম নূর এন্টারপ্রাইজ। তিনি বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন সেট বিক্রি করেন। নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের দুই কর্মচারী দুপুরের দিকে ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সিটি ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইকারীরা কর্মচারীদের ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে গেছে।’

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া টাকাগুলো উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান জাহিদুল কবির। তিনি বলেন, আশপাশে অনেক লোক থাকলেও তাঁরা কেউ এগিয়ে আসেননি। লোকজন মনে করেছিলেন, দুই পক্ষ হাতাহাতি করছে। ছিনতাইকারীরা দুই কর্মচারীকে আগে থেকে অনুসরণ করছিলেন। ছয়–সাতজন ছিনতাইকারী অতর্কিতভাবে দুই কর্মচারীকে মাঝখানে রেখে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।