রাজধানীর সায়েদাবাদে হানিফ উড়ালসড়কে কামরুল হাসান (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজনের বয়স ১৭, অন্যজনের ১৬ বছর বয়স।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার কামরুল হাসান রাত ৮টা ৪০ মিনিটের দিকে সায়েদাবাদ এলাকায় হানিফ উড়ালসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। তাতে বাধা দিলে একজন ছিনতাইকারী ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করে। এরপর তারা তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে কামরুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার দুজন পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ীতে হানিফ উড়ালসড়কসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। মূলত মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য ছিনতাই করত।