রাজধানীর মিরপুর এলাকা থেকে ২০০ ইয়াবা বড়িসহ মো. পারভেজ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, পারভেজ ভাড়ায় প্রাইভেট কার চালান। গাড়ি চালানোর আড়ালে ইয়াবা বিক্রি করেন। রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ইয়াবা বিক্রির স্থান ঠিক করতেন তিনি। এরপর রাত হলেই বিভিন্ন ক্রেতার কাছে তা পৌঁছে দিতেন।
মোহাম্মদ মহসীন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ২০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।