রাজধানীর সবুজবাগের বাগপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আলমগীর (২৬)। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আলমগীর জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। বাগপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর ৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, আলমগীর একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে ওই এলাকার মো. অলি (৩০) ও মো.আলী (২৮) নামের দুই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাঁর। সেই দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।