আড়াইহাজারে ডাকাতি করতে গিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়
আড়াইহাজারে ডাকাতি করতে গিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়

আড়াইহাজারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪: র‌্যাব

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রের মুখে মাকে জিম্মি করে কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রোববার আড়াইহাজারের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলছে র‌্যাব।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মো. আবদুল্লাহ (২৪)। তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি দলবদ্ধ ধর্ষণে জড়িত তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও মো. আয়নাল (২৫)। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর মুঠোফোনসহ দেশে তৈরি একটি ওয়ান শুটার গান এবং আরও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ সোমবার সংবাদ সম্মেলনে কথা বলছেন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম

র‌্যাব বলছে, ১৫ মে গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাঁরা কিশোরী ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। ওই কিশোরীকে বাড়ির পাশে ফাঁকা একটি ঘরে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে ওই কিশোরী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে ডাকাত দলের সদস্যরা হুমকি দেন। গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ফেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান।

র‌্যাব কর্মকর্তা আরাফাত ইসলাম বলেন, আবদুল্লাহ ডাকাত দলের প্রধান। তাঁর দলে ১০-১২ জন সদস্য আছেন। আবদুল্লাহ আগে একটি কারখানায় চাকরি করতেন। সে সময় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। ডাকাতিকে আড়াল করতে পরে তিনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন এবং রিকশা চালাতেন।

আবদুল্লাহর অন্যতম সহযোগী মতিন। তিনিও ডাকাতিকে আড়াল করতে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তাঁর অটোরিকশাটি ডাকাতির কাজে ব্যবহার করা হতো। ডাকাতিকে আড়াল করতে গ্রেপ্তার চাঁন মিয়া বাস এবং আয়নাল সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।