সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ফেসবুক ব্যবহার করেন না। অথচ সামাজিক যোগাযোগের এই মাধ্যমে তাঁর নামে একাধিক ভুয়া আইডি দেখা যাচ্ছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ বিষয়ে সতর্ক করে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বিচারপতির নাম উল্লেখিত একটি ভুয়া অ্যাকাউন্টের লিংক দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ফেসবুক ব্যবহার করেন না। এমন ভুয়া ফেসবুক আইডিতে বিচারপতির নাম-পরিচয় ব্যবহার করা সুপ্রিম কোর্টের জন্য বিব্রতকর। এমন ভুয়া আইডির মাধ্যমে সন্ত্রাসী বা অবৈধ কার্যকলাপ ঘটানোর আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে বলে বিশেষ এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।