মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

মিরপুর ১০ নম্বর এলাকায় রাত সাড়ে ৯টার দিকে বিআরটিসির দোতলা বাসে আগুন দেওয়া হয়
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনই বিএনপির নেতা। তবে তাঁদের পদপদবি জানাতে পারেননি তিনি।

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় যানজটে আটকে থাকা বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির তিনটি আসন পুড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিরপুর এলাকায় মঙ্গলবার রাতে আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেও রাজধানীতে একের পর এক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।