গ্রেপ্তার
গ্রেপ্তার

হত্যাসহ ছয় মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার: র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় রাজ হত্যাসহ ছয় মামলার আসামি মো. আরমানকে (৪২) গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব-২। তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তি ‘বোমা আরমান’ নামেও পরিচিত।

র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার শিহাব করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আরমানের নেতৃত্বাধীন পক্ষ বোমা ছোড়ে। এতে রাস্তা দিয়ে চলাচলকারী রাজ নামের এক ব্যক্তিসহ কয়েকজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এই ঘটনায় রাজের খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। র‍্যাব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় গতকাল গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি দল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করে।

আরমানকে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-২।