ছিনতাই
ছিনতাই

ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, পড়ে গিয়ে পা ভাঙল শিক্ষিকার

রাজধানীর রমনার মৎস্য ভবনের সামনে আজ শুক্রবার ছিনতাইয়ের শিকার হয়েছেন উদয়ন স্কুলের শিক্ষক মাহমুদা বেগম (৪৬)। এ সময় রিকশা থেকে পড়ে তাঁর ডান পা ভেঙে গেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে হাজারীবাগের বাসা থেকে রিকশায় করে কাকরাইলে এক নিকটাত্মীয়ের (একজন বিচারপতি) বাসায় যাচ্ছিলেন মাহমুদা ও তাঁর স্বামী জহিরুল ইসলাম। রিকশাটি বেলা দেড়টার দিকে মৎস্য ভবনের সামনে আসে। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারীর একজন মাহমুদার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তবে ওই ব্যাগে কোনো মূল্যবান সামগ্রী ছিল না।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের সংবাদ শুনে তিনি হাসপাতালে গিয়ে আহতের খোঁজ খবর নেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত করা হবে।