রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা, মানি এক্সচেঞ্জের মালিকসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সিআইডির একাধিক দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
সিআইডির মুখপাত্র আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ রাতে প্রথম আলোকে বলেন, আগামীকাল বুধবার দুপুর ১২টার দিকে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া।
সিআইডি সূত্র জানায়, কিছু মানি এক্সচেঞ্জ থেকে দালালেরা বিদেশি মুদ্রা কম দামে বিক্রির কথা বলে ক্রেতাদের নিয়ে আসতেন। এরপর তাঁদের বেশি দামে বিদেশি মুদ্রা কিনতে বাধ্য করতেন। এ ধরনের কয়েকটি মানি এক্সচেঞ্জের মালিক ও এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দালালদের আটক করে সিআইডি।