কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। ঢাকা, ২০ এপ্রিল
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। ঢাকা, ২০ এপ্রিল

প্রবাসীদের ফেসবুক হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২

প্রবাসী বাংলাদেশিদের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন শামীম আহমেদ ও তাঁর সহযোগী মোহাম্মদ স্বাধীন আহমেদ।

আজ শনিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত একটি সিপিইউ, দুটি মুঠোফোন, একটি রাউটার ও ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করা ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়। তাঁদের কাছে ফেসবুকের প্রায় ৫০০ অ্যাকাউন্টে লগইন করার ইউজার আইডি ও পাসওয়ার্ডের তথ্য পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এক কানাডা প্রবাসীর সাড়ে আট হাজার কানাডিয়ান ডলার আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আরও বলেন, হ্যাক হওয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজ করতেন শামীম। গত বছর থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা শুরু করেন তিনি। পরে ওই ব্যক্তির পরিচিতদের মেসেঞ্জারে ‘আমার মা স্ট্রোক করেছে’ জরুরি দরকার, তিন হাজার ডলার পাঠাও—এ ধরনের বার্তা পাঠিয়ে অর্থ আত্মসাৎ করা শুরু করেন।

এ ছাড়া হ্যাক করা অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা বলেও শামীম অর্থ আদায় করতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, হ্যাক করা আইডি থেকে গুরুত্বপূর্ণ-স্পর্শকাতর তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন শামীম। প্রতারণার স্বীকার হয়ে ভুক্তভোগীরা অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাঠাতেন। মোবাইল ব্যাংকিংয়ে আসা এসব অর্থ শামীমের হয়ে মোহাম্মদ স্বাধীন সংগ্রহ করতেন।