রাজধানীর মিরপুরে একটি বিয়েবাড়িতে হিজড়াদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবারের ওই ঘটনায় চার হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাহিদামতো চাঁদা না দেওয়ায় ওই হামলা চালানো হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার চারজন হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু আক্তার (৩২), ঈশানী (২৫) ও সুমি আক্তার (২২)।
মিরপুর মডেল থানার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে হিজড়ারা মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা উর্মিলা বেগমের বাড়িতে যান। ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। হিজড়ারা উর্মিলার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।
পুলিশ জানায় প্রথমে উর্মিলা বেগম চাঁদা দিতে রাজি না হলেও তাঁদের পীড়াপীড়িতে পরে দেড় হাজার টাকা দেন। এতে হিজড়ারা ক্ষিপ্ত হয়ে ২০ হাজার টাকা দাবি করতে থাকেন। তাঁরা চিৎকার–চেঁচামেচি করতে থাকেন।
একপর্যায়ে আতঙ্কিত হয়ে উর্মিলা ও তাঁর পরিবারের সদস্যরা বাসার দরজার ছিটকিনি লাগিয়ে ভেতরে অবস্থান নেন। হিজড়ারা তখন দরজা ধাক্কাধাক্কি ও লাথি মারতে থাকেন। তাঁরা বাইরে থেকে হেজবল্ট লাগিয়ে দেন। নিরুপায় হয়ে ঊর্মিলা ঘটনাটি মিরপুর থানায় জানান। পরে পুলিশ গিয়ে চার হিজড়াকে আটক করে উর্মিলার পরিবারকে উদ্ধার করে। অন্যরা পালিয়ে যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, হিজড়াদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির দেড় হাজার টাকার জব্দ করা হয়েছে।