খাওয়ার ভেজাল স্যালাইন তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে ২ হাজার ৮০০ প্যাকেট নকল স্যালাইন জব্দ করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সজীব মিয়া (২০), মো. রিয়াদ (২১) ও সামসুল আলম (৬৫)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন–অর–রশীদ সাংবাদিকের বলেন, দীর্ঘদিন থেকে চক্রটি ভেজাল স্যালাইন তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিরা একটি স্যালাইন ব্র্যান্ডকে নকল করে এনএমসি লেখা মোড়কে স্যালাইন বানিয়ে আসছিল।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, চক্রটি কোন কোন ফার্মেসিতে এসব স্যালাইন সরবরাহ করেছে, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।