রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বেতারযন্ত্রসামগ্রী বিক্রি করার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাফরুল ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৪৫), আনোয়ার হোসেন (২৭), আরিফুল ইসলাম (২৬) ও আলামিন আহম্মেদ (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, আটক চারজন অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড সেটটপ বক্স বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, বিটিআরসির অনুমোদনবিহীন এবং আমদানি, বিক্রি, বিপণন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ বিভিন্ন বেতারযন্ত্র যেমন সেটটপ বক্স তাঁরা অবৈধভাবে বিক্রি করেছেন।
অভিযানস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৯৭৭টি চোরাই অ্যান্ড্রয়েড সেটটপ বক্স উদ্ধার করা হয়েছে।
এগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি।