জামিনে মুক্ত মুফতি জসীম উদ্দিন রাহমানী

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানী
 ছবি: সংগৃহীত

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। গত রোববার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা। তিনি বলেন, মুফতি জসীম উদ্দিন রাহমানী সব মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মুফতি জসীম উদ্দিন রাহমানীর নামে আরও দুটি মামলা চলছে। মামলায় পুলিশ তাঁকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে উল্লেখ করেছে। একটি মামলা চলছে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে, অন্যটি সাইবার ট্রাইব্যুনালে।

জসীম উদ্দিন রাহমানীকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত। আদালতে দেওয়া জবানবন্দিতে মুফতি জসীম উদ্দিন রাহমানী বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজের খুতবা দিতেন। তখন তিনি তাঁর লেখা ‘উন্মুক্ত তরবারী’ বইয়ে ইসলাম অবমাননার শাস্তির বিষয়ে বয়ান করেছেন। তিনি ইসলাম ধর্মের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

পরে তাঁকে ব্লগার রাজীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পৃথক দুটি মামলা হয়।