ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার ভোরে ৪ কেজি ৪২০ গ্রামের একটি সোনার চোরাচালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। স্কচটেপে মোড়ানো ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩৮টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়।
মাসকাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইনসের (ফ্লাইট নং ওভি-৪৯৭) একটি উড়োজাহাজ আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে অবতরণ করে। ওই উড়োজাহাজের সিট নম্বর ২–এর (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে ওই বিমানে দায়িত্বে থাকা সবার সামনে ভিডিও ধারণ করে কালো স্কচটেপে মোড়ানো বস্তু দুটি শুল্ক (কাস্টমস) হলের ইনভেনটরি টেবিলে নিয়ে আসা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কচটেপ কেটে ৩৮টি (প্রতিটি দশ তোলা) সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ৩৮ সোনার বারের বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিমানবন্দরের সদস্যদের তৎপরতায় ও তল্লাশির কারণে এই সোনার চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। আটক সোনার বারগুলো ঢাকার কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।