রাজধানীর রূপনগর ও মিরপুর এলাকায় কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। কারখানা থেকে উদ্ধার করা হয়েছে জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জামও।
গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত র্যাব-১০–এর একটি দল ওই অভিযান পরিচালনা করে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আটক তিনজনের একজন ২৬ বছর বয়সী মোতাহার মিয়া। তিনি জাল স্ট্যাম্প তৈরির কারখানার মালিক। অন্য দুজন হলেন মিকাইল মিয়া ও আম্বিয়া পারভেজ লুপা। তাঁরা মোতাহারের সহযোগী।
র্যাব জানায়, রূপনগরের ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ৫০০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প, ১ লাখ পিস ২০০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প, ৩৬ লাখ ৯০ হাজার পিস ১০০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প, ৪ লাখ ১৮ হাজার পিস ৫০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প, ২০ লাখ ৪০ হাজার পিস ১০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প, ২ লাখ ২৬ হাজার পিস ১০ টাকার জাল ডাকটিকিট, ১৭ লাখ পিস ১০০ টাকার নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প, ৩ লাখ ৬৮ হাজার পিস ২০ টাকার জাল কোর্ট ফি এবং ৯ হাজার পিস ১০ টাকার জাল কোর্ট ফি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা জাল রাজস্ব স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা ছয় মাসের বেশি সময় ধরে জাল স্ট্যাম্প তৈরি করছিলেন। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি করে দেশের বিভিন্ন অসাধু রাজস্ব স্ট্যাম্প, বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করছিলেন।
এই চক্রের সদস্যদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে র্যাব-১০–এর পক্ষ থেকে জানানো হয়েছে।