রাজধানীর জাতীয় ঈদগাহসংলগ্ন রাস্তার ফুটপাতে ছুরিকাঘাতে মো. সুমন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে মো. রকি (৩২) নামের একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত যুবক রকি প্রথম আলোকে বলেন, তাঁরা সুপ্রিম কোর্টের মাজারসংলগ্ন ঈদগাহ মাঠের পাশের ফুটপাতে থাকেন। ফুটপাতের অনেকের সঙ্গেই তাঁরা মাদক সেবন করেন। আজ বিকেল চারটার দিকে দুজন হেরোইন কেনার জন্য সুমনের কাছে ৩০০ টাকা চান। এ নিয়ে দুই যুবকের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের একজন সুমনের গলায় ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে রকির পিঠে ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান। তবে তিনি তাঁদের চেনেন না বলেও দাবি করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত জানা গেছে মাদকাসক্তদের ছুরিকাঘাতে অপর এক মাদকাসক্ত যুবক খুন হয়েছেন। তবে যাঁরা ছুরিকাঘাত করেছেন, তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের জন্য নিহত সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।