রাজধানীর রূপনগরে নিজ বাসায় এক ব্যক্তি খুন

হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর রূপনগরে নিজের বাসায় এক ব্যক্তি খুন হয়েছেন। জালাল উদ্দিন ওরফে জালালী (৫০) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাসান নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, জালাল তাঁর নিয়োগ করা ব্যক্তিগত সহকারী হাসানকে নিয়ে রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৬ নম্বর ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। জালাল অবিবাহিত ছিলেন। আজ ভোরে পুলিশ ওই বাসা থেকে জালালের রক্তাক্ত লাশ উদ্ধার করে। পরে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রূপনগর এলাকা থেকে  হাসানকে আটক করা হয়।

হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, জালাল ও হাসান মিলে বিভিন্ন মাদ্রাসার হয়ে জাকাত ও ফিতরার টাকা তুলতেন। এ জন্য একটি নির্দিষ্ট হারে টাকা পেতেন তাঁরা। জালালের কাছে ওই টাকা থেকে ৩০ হাজার টাকা চেয়েছিলেন হাসান। কিন্তু জালাল তাকে মাত্র ১০ হাজার টাকা দেন। এ নিয়ে হাসান তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া জালাল তাঁকে ঠিকমতো মাসিক বেতন দিতেন না। ছুটি চাইলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। জালাল টাকার লোভ দেখিয়ে আগে তাকে একবার ধর্ষণ করেছিলেন। আজ ভোরেও জালাল ধর্ষণ করতে চাইলে তিনি বাধা দেন। একপর্যায়ে হাসান জালালের পেটে ছুরি মারেন। পরে বঁটি দিয়ে তাঁর মাথায় কোপ দিয়ে পালিয়ে যান।

রূপনগর থানার পুলিশ জানায়, আজ সকালে দিনাজপুরের খানসামায় জালালের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। এ জন্য এক মাদ্রাসাশিক্ষক তাঁর সঙ্গে দেখা করতে এসে ষষ্ঠ তলার দরজা খোলা পান এবং দরজায় রক্তের দাগ দেখতে পান। পরে তিনি জালালকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাটি রূপনগর থানায় জানালে পুলিশ এসে জালালের রক্তাক্ত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

লিয়ন চৌধুরী নামে এক স্বেচ্ছাসেবক প্রথম আলোকে বলেন, তাঁর বাড়িও দিনাজপুরে। জালালের ঢাকায় কোনো আত্মীয়স্বজন নেই। জালালের লাশ গ্রামের বাড়িতে পাঠাতে যে টাকা খরচ হবে সেটা তিনি বহন করবেন।