রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অনলাইন জুয়া ও অবৈধ মাল্টিলেভেল মার্কেটিংয়ের (এমএলএম) সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন (২৬), সহিদুল ইসলাম আলমগীর (৩৭) ও আলমগীর খান। ডিবি বলছে, এই চক্রের সদস্যরা ‘পিএসজি’ নামের একটি মুঠোফোন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া চালাতেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া পরিচালনার জন্য এজেন্ট নিয়োগ দিতেন। জুয়া খেলে টাকা আয়ের প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করা হতো।
সদস্যদের কাছ থেকে অ্যাকাউন্ট খোলার কথা বলে ৩ হাজার ২০০ টাকা নেওয়া হতো। পরে এই টাকা ভাগাভাগি করে নিতেন চক্রের সদস্যরা। তাঁরা অনলাইন জুয়া ও এমএলএমের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করতেন বলে জানিয়েছে ডিবি।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হক বলেন, মুঠোফোন অ্যাপ বানিয়ে অনলাইন জুয়া চালাতেন চক্রের সদস্যরা। পাশাপাশি ওয়েবসাইট তৈরি করে এমএলএম কার্যক্রম পরিচালনা করতেন তাঁরা।
ডিবির এই কর্মকর্তা বলেন, একজন ব্যক্তি টাকা বিনিয়োগ করলে চক্রের সদস্যরা তাঁকে ২০০ টাকা দিতেন। টাকা বিনিয়োগের পর কেউ যদি ৮০০ জনকে দিয়ে অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে তিনি মাসে ২ লাখ টাকা আয় করতে পারবেন বলে প্রলোভন দেখানো হতো।