রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলসহ গ্রেপ্তার ওই দুজন হলেন, মিলন বীর ও মো. রিপন মিয়া।
ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, তুরাগের ধউর বেড়িবাঁধ জসিম মিয়ার গ্যারেজের পাশে কিছু লোক চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিবি জানায়, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র। দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে মোটরসাইকেল চুরি করে আসছে। চক্রের দুই সদস্যের বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানায় মামলা হয়েছে।