রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ,২টি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ৭ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই টিম ওই দিন সন্ধ্যায় চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।