সিআইডির উপপরিদর্শক (এসআই) আকসাদুদ জামান তাঁর সহযোগীদের নিয়ে অন্তত তিন বছর ধরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া আকসাদুদের সহযোগীদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শুক্রবার আকসাদুদ জামানের রিমান্ডের প্রথম দিন ছিল।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, ডিবি পুলিশ বিমানবন্দর থানায় করা একটি ডাকাতির মামলায় কয়েক মাস আগে আকসাদুদের ছয় সহযোগীকে গ্রেপ্তার করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আকসাদুদের অপরাধ কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা নানা তথ্য দেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার কায়সার রিজভী কোরায়েশি বলেন, রিমান্ডে নেওয়ার পর আকসাদুদের ছয় সহযোগী জিজ্ঞাসাবাদে ডিবিকে বলেছিলেন অন্তত তিন বছর আগে আকসাদুদের সঙ্গে তাঁদের পরিচয় হয়। তখন থেকে আকসাদুদের নেতৃত্ব তাঁরা ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।