রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে। তার নাম ছালমা ছালমা আক্তার (১৭)। ধানমন্ডি থানা-পুলিশ আজ মঙ্গলবার লাশটি উদ্ধার করে।
ওই বাসার গৃহকর্ত্রী আতিয়া আক্তারের দাবি, ছালমা আত্মহত্যা করেছে। আট মাস ধরে এ বাসায় কাজ করত সে।
ছালমা লক্ষ্মীপুর সদর উপজেলার চর রহিত গ্রামের শাহ আহম্মেদের মেয়ে।
এই ঘটনার পর সুরতহাল প্রতিবেদনে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম লিখেছেন, ধানমন্ডির ১২ নম্বর রোডের একটি বাসার দ্বিতীয় তলার স্টোর রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গৃহকর্ত্রী আতিয়া আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিভিন্ন সময় স্টোর রুমের ভেতর মোবাইলে ফোনে কথা বলত ছালমা। মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে রাগের বশে সে আত্মহত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিহত ওই কিশোরীর গলায় কালো দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের সময় তার শরীর থেকে টিস্যু ও ভেসেরাসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যাবে।