সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বাংলাদেশির নাম কবীরুল হোসেন (৩২)। তাঁর বাড়ি সাতক্ষীরার কালিয়ানী ছয়ঘরিয়া গ্রামে।
নিহত ব্যক্তির ছোট ভাই রবিউল ইসলামের ভাষ্য, তাঁর ভাই কবীরুল হোসেনসহ কয়েকজন গতকাল শুক্রবার সন্ধ্যায় কুশখালী সীমান্তের ওপারে ভারতের বশিরহাট মহকুমার দুদলে শূন্যরেখায় যান পণ্য আনতে। এ সময় বিএসএফের সদস্যরা তাড়া করেন। অন্যরা পালাতে পারলেও তাঁর ভাইকে বিএসএফের সদস্যরা আটক করেন। পরে তাঁকে মারধর করে মুখে ও পায়ুপথে পেট্রল ঠেলে দেন। তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুশখালী শূন্যরেখায় ফেলে রেখে যান বিএসএফের সদস্যরা। খবর পেয়ে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাইকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিএসএফের নির্যাতনে এক যুবকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দোকার বলেন, সীমান্তে নির্যাতনে একজন মারা গেছেন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না বিএসএফের নির্যাতনে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।