সিরাজগঞ্জের বেলকুচিতে ছেলেসন্তানের প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে এক বাবা তাঁর ৯ মাস বয়সী মেয়েশিশুকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, সাত বছর আগে তাঁতশ্রমিক বদিউজ্জামানের সঙ্গে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাঁদের একটি মেয়েসন্তানের জন্ম হয়। সন্তান ছেলে না হওয়ায় অসন্তুষ্ট ছিলেন বদিউজ্জামান। ৯ মাস আগে তাঁদের সুমাইয়া নামের আরেকটি মেয়েসন্তানের জন্ম হয়। দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় তিনি স্ত্রীকে মারধর করতেন। পাশাপাশি তিনি সন্তানটিকে হত্যা করবেন বলেও হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে ওই মেয়েসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে পালিয়ে যান বদিউজ্জামান।