নরসিংদীর শিবপুরে জারিফ নামে ৩০ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
মজলিশপুর গ্রামের মিষ্ঠু মিয়া ও বেবী ইয়াসমিন নামের দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট এই জারিফ। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, দুই সন্তানকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলেন বেবী ইয়াসমিন। হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন জারিফ তাঁর পাশে নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে ঘরের পাশে পানিভরা একটি বালতিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
শিশুর মা বেবী ইয়াসমিন বলেন, আমার শিশু বাচ্চাকে কে বা কারা হত্যা করল, তা বুঝতেই পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।