নেত্রকোনার দুর্গাপুরে শাশুড়িকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাদামবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। আজ শনিবার অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
নিহত নারীর নাম রঞ্জনা রিছিল (৬৫)। অভিযুক্ত ব্যক্তির নাম প্রত্যুষ রংদি (৪৫)। তাঁরা গারো জনগোষ্ঠীর সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যুষ রংদি বিয়ের পর থেকে তাঁর স্ত্রী বিউটি রিছিলকে নিয়ে গারোদের সামাজিক রীতি অনুযায়ী শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি তাঁর ব্যবহৃত টর্চলাইট ঘরে খুঁজে পাচ্ছিলেন না। এ সময় তিনি শাশুড়িকে লাইটের বিষয়ে জিজ্ঞাসা করলে শাশুড়ি রাগান্বিত হয়ে পড়েন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রত্যুষ রংদি রঞ্জনা রিছিলকে মারপিট করেন। এতে রঞ্জনা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তাঁরা হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায়। রাত নয়টার দিকে একই এলাকা থেকে প্রত্যুষকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহত নারীর মেয়ে বিউটি রিছিল সকালে প্রত্যুষের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
ওসি আরও জানান, নিহত রঞ্জনা রিছিলের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।