রাজধানীর যাত্রাবাড়ী থানার তিনটি মাদক স্পটে বুধবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি, হেরোইন ও গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওয়ারী বিভাগের আড়াই শতাধিক পুলিশ যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লী, বিবিরবাগিচা ও ১৪ নং আউট ফল বস্তির চারদিক দিয়ে ঘিরে ফেলে। সন্ধ্যা সাতটার দিকে তিনভাগে বিভক্ত হয়ে পুলিশ অভিযান শুরু করে। এতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডগ স্কোয়াড অংশ নেয়। অভিযানের নেতৃত্ব দেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন। দুই ঘণ্টা ধরা চলা অভিযানে পুলিশ এক হাজার ১৫০ পুরিয়া হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা, ৫০ টি ইয়াবা বড়ি, ১০ লিটার বাংলা মদ উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে তিন-চারজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।