রাজধানীতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর রমনা এলাকায় পুলিশের এক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজি) বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য গৃহকর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি পার্শ্ববর্তী রমনা থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী–সন্তানেরা বাসার বাইরে ছিলেন।

বুধবার রাতে রমনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়ানাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।