নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি গরুর খামার থেকে নয়টি গরু ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত দুইটার উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের দিঘলদী এলাকায় এই ঘটনা ঘটে।
ওই খামারের নাম আজাদ অ্যাগ্রো। খামারটির মালিকদের দাবি, ডাকাতদের নিয়ে যাওয়া নয়টি গরুর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
খামারের অংশীদার হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল খামারের দুই রাখাল রিফাত (২৩) ও রফিকুলের (২২) হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলো নিয়ে গেছেন। বাধা দেওয়ার চেষ্টা করলে দুই রাখালকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়েছে। ডাকাতেরা নিজেদের মধ্যে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে জানিয়েছেন মারধরের শিকার দুই রাখাল।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।