বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরীর মধ্য বাড্ডার রাজনৈতিক কার্যালয়ে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিকল্পধারার দপ্তর সম্পাদক এবং গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম সোমবার বাড্ডা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। রোববার বিকেল ৫টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে রাজধানীর মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলার ওই অফিসে চুরির ঘটনা ঘটে।
অভিযোগে ওয়াসিম আরও জানান, মাহী বি চৌধুরীর ওই অফিসের মূল দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলামের ব্যবহৃত কম্পিউটারের মাদার বোর্ড, প্রসেসর, হার্ডডিস্ক, র্যাম ইত্যাদি এবং মাহী বি চৌধুরীর কক্ষ থেকে সিসি টিভি ক্যামেরার কন্ট্রোল প্যানেল ডিভিআরের হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
অভিযোগে ওয়াসিম আরও জানান, তাঁর ব্যবহৃত ওই কম্পিউটারের হার্ডডিস্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ্ রাজনৈতিক গবেষণার দলিলপত্র সংরক্ষিত ছিল। অফিসের লকারগুলোতে কাগজপত্র ছাড়া আর কিছু ছিল না। অফিসের আর কোনো জিনিস চুরি হয়নি।